শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বসন্তের শুরুতে রাজধানীতে দিনভর বৃষ্টি

ctg-16-2-pic===1 copy_69756
বসন্তের শুরুতেই আকস্মিক বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। শনিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়। রোববার ভোরে হালকা বৃষ্টি ও ঠান্ডা বাতাস শুরু হয়। দিনে কিছুক্ষনের জন্য সুর্য দেখা গেলেও বিকেল থেকে আবার ঝিরি ঝিরি বৃষ্টিতে ঠান্ডার প্রকোপ বেড়েছে।হঠাৎ বৃষ্টির কারনে অফিসগামী লোকজন ছাড়াও এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। সবচেয়ে বেশী কষ্ট হয়েছে বইমেলায় দর্শনার্থীদের। বৃষ্টির কারনে রোববার বইমেলায় দর্শনার্থী ছিল না বললেই চলে। নগরীর বিভিন্ন রাস্তাঘাট কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই সুযাগে রিক্সাওয়ালাদের দেৌরাত্ম বেড়েছে।
আবহাওয়ার অধিদফতর জানায়, রোববার সকালে রাজধানীতে বাতাসের বেগ ছিল প্রবল ও শীতল। শনিবার বিকেল থেকেই আকাশ মেঘাচ্ছন হয়ে তীব্র শীতল বইতে শুরু করে। তবে রাজধানীতে এই বৃষ্টি  রাতে কিছুটা বাড়তে পারে।তবে শীতের শেষভাগের বৃষ্টি শীত কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে শীতের বিদায় বেলায় অনাহুত বৃষ্টিপাত নতুন করে জানান দিয়েছে শীতের বিদায় বার্তা। আবহাওয়া দফতর বলছে রাতের তাপমাত্রাও অপরিবর্তিত থাকবে।আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার থেকেই দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বগুড়া, রংপুর, কুড়িগ্রাম,গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়সহ কয়েকটি জেলায় বৃষ্টি পাত হচ্ছে। এসব জেলা ছাড়াও চট্টগ্রামেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে রোববার। সোমবারও রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
উৎস-যুগান্তর