শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বর্তমান সরকার শিক্ষাকে উৎসাহিত করতে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই বিতরণ করছেন- ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

mirsarai news pic
মীরসরাই জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদ্যাপিত

নিজস্ব প্রতিবেদক: মীরসরাই জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের ৫০ তম সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উৎসব আজ (১৬ জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। প্রথমে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। পরে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তপন কান্তি ধরের সভাপতিত্বে নপুর ধরের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। একটা জাতি তার উন্নতির প্রধান সোপান হচ্ছে শিক্ষা। বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, পৃথিবীর মধ্যে এক মাত্র বাংলাদেশেই বিনামূল্যে বই বিতরণ করা হয়। মীরসরাইয়ের শিল্প জোনের জন্য ১০ হাজার মেগোওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ইতি মধ্যে চুক্তি হয়েছে বলে তিনি জানান। গ্রাম গঞ্জে গরীব সাধারণ মানুষের জন্য বর্তমান সরকার ইতি মধ্যে সারা বাংলাদেশে ১৩ হাজার কমিউনিটি কিনিক চালু করেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে। সভায় আরো বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহিউদ্দিন রাশেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, সাধারণ সম্পাদক ফজলুল কবির পিরোজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়–য়া। সুবর্ণ জয়ন্তী উৎসবের প্রথম পর্বে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন শিক্ষাবিদ ও দাতা সদস্য অশোক কুমার সাহা। ২য় পর্বের আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ডঃ পীযুষ দত্ত, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান, বিদ্যলয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, ডঃ জামশেদ আলম, এডভোকেট সুরঞ্জন লোধ ও ডাঃ এলভিন সাহা প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।