বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশনের অধীনে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে: আবদুল্লাহ আল নোমান

noman-9-01-2016-300x139
খবরিকা ডেস্ক: বর্তমান নির্বাচন কমিশনকে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচনের দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। ৯ জানুয়ারি শনিবার সকাল ১১টায় নগরীর পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে অফিসার্স ক্লাবে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আবদুল্লাহ আল নোমান বলেন, ৫ জানুয়ারি নির্বাচন, উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন ও সম্প্রতি পৌরসভা নির্বাচনে সিইসি সরকারের বলয় থেকে বের হতে পারেনি। এই সিইসি’র অধীনে আর কোনো নির্বাচন নয়। বর্তমান নির্বাচন কমিশনকে বাতিল করে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশে জাতীয় উন্নয়নের সঙ্গে গণতন্ত্র জড়িত, গণতন্ত্রকে বিকশিত করার স্বার্থে গণতান্ত্রিক সরকার অপরিহার্য। অগণতান্ত্রিক সরকার দিয়ে জোর করে দেশ চালানো যাবে, কিন্তু দেশের সামগ্রিক উন্নয়নকে এগিয়ে নেওয়া যাবে না। দেশে বর্তমানে নতুন কোনো বিনিয়োগ নেই, অর্থনীতি মন্দা, প্রবৃদ্ধির হার নিচের দিকে নেমে যাচ্ছে। এ অবস্থায় সরকারকেই জাতীয় সংলাপের ব্যবস্থা করে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ সুগম করতে হবে। তিনি বলেন, পৌরসভা নির্বাচনে কমিশনকে নিয়ে সরকার জনগণের সাথে তামাশা করেছে। নির্বাচনে বিএনপি পরাজিত ও আ্ওয়ামীলীগের জয় হয়েছে দাবি করলেও প্রকৃত পক্ষে পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের সাংগঠনিক পরাজয় হয়েছে। প্রশাসনের সহযোগিতায় কারচুপির মাধ্যমে অধিকাংশ পৌরসভায় সরকার দলীয় প্রার্থীরা জয় লাভ করেছে। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, বর্তমান অবৈধ সরকারকে হঠাতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। মনে রাখতে হবে ব্যাক্তির চেয়ে দল বড়। জনগণকে আ্ওয়ামীলীগের দূঃশাষণমুক্ত করতে নেতা কর্মীদের আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে। শ্রমিকেরা হচ্ছে অর্থনীতির প্রাণ, শ্রমিকদের একতা বদ্ধ করে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উপর গুরুত্বরোপ করেন সাবেক এই শ্রমিক নেতা ।
জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী কেষ নুরুল্লাহ বাহার,সহ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, নগর শ্রমিক দল সভাপতি তাহের আহমদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, শ্রমিক দল নেতা স.ম. জামাল, আবদুল্লাহ আল হারুন,শাহেনেওয়াজ চৌধুরী, বি-বাড়িয়া জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী,বান্দারবান জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, দক্ষিন জেলা সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, নগর শ্রমিক দল নেতা শফিকুল ইসলাম মজুমদার, আবু বক্কর ছিদ্দিকী, এস এস আজিম,মোহাম্মদ সেলিম, ফজলুল হক জাবেদ, রফিকুল ইসলাম, মোহাম্মদ নুরুন্নবী, আবু তৈয়ব, জসিম উদ্দীন, রফিকুল আলম চৌধুরী, মোহাম্মদ ইউনুছ প্রমুখ।