মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফ্যাশন প্রজন্মের মডেল ক্যারিয়ারের ছোঁয়ায় জাহাদুর আলম সায়েম

16395725_1104540199668172_1812787543_n

তরুন প্রজন্মরাই ফ্যাশন পাশ্চাত্যের কিং শেখ ফরিদ আহমেদ রিয়াদ ঃঃ  ফ্যাশন হল জনপ্রিয় যে কোন শৈলী বা রীতি।  এটি বিভিন্ন ক্ষেত্রের হতে পারে: বিশেষত পোশাক, জুতো, ব্যবহারিক জিনিসপত্র, সাজসজ্জা, দেহসজ্জা এবং আসবাবপত্রের ক্ষেত্রে বেশী ব্যবহৃত হয়। ফ্যাশন ও পরিবর্তনশীল হয়, এবং একজন ব্যক্তি অভ্যাসগতভাবে যে শৈলীতে স্বাচ্ছন্দ্যবোধ করে সেটাই তার ফ্যাশন।তবে, কারিগরী দিক থেকে পোশাকীয় পরিভাষাগুলোর সঙ্গে ফ্যাশন পরিভাষাটির যোগসূত্র বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শব্দটি জমকালো বা মুল্যবান পোশাক বা ব্যবহার্য বোঝাতে অধিক ব্যবহৃত হচ্ছে। পুরুষ ও নারীদের জন্য বেশীরভাগ ক্ষেত্রেই পৃথক ফ্যাশনের প্রচলন দেখা যায়, তবে কিছু ক্ষেত্রে উভয়ের উপযোগী অভিন্ন ফ্যাশনও পাওয়া যায়।ছবিটিতে মডেল হিসাবে আছে জাহাদুর আলম সায়েম।তিনি বর্তমানে ফ্যাশন মডেল হিসাবে নিজের ক্যারিয়ার গড়ে নিচ্ছে। নিত্যনতুন প্রজন্মের মডেল তিনি।যদিও তিনি একজন সুনামধন্য ব্যবসায়ী।তুবও যুগের সাথে সাথে তাল মিলিয়ে নিজের ফ্যাশন পাশ্চাত্যের ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে।ফ্যাশন তরুণ প্রজন্মের ফ্যাশন মডেল হিসাবে নিজের ক্যারিয়ার গড়ে নিচ্ছে জাহাদুর আলম সায়েম।নিজের পরিচয় টা একজন তরুণ প্রজন্মের ফ্যাশন মডেল হিসাবে পরিচিতি লাভ করছে ।ফ্যাশন ক্যারিয়ার টা শুধু চলচ্চিত্র এর মডেল হলেই হওয়া যায় এমন না।বরং চলচ্চিত্র এর মডেল না হয়েও ফ্যাশন পাশ্চাত্যের কিং জাহাদুর আলম সায়েম।প্রত্যেকটি মানুষ ফ্যাশন পাশ্চাত্যের কিং হতে পারে যদি তরুণ প্রজন্মের ফ্যাশন মডেল হওয়ার চেষ্টা করে।বর্তমানে তরুন প্রজন্মরাই ফ্যাশন পাশ্চাত্যের কিং। বর্তমানে সবচেয়ে তরুণ প্রজন্মের বিচিত্র বিষয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ ওয়েছে। ফ্যাশন ডিজাইন এর মধ্যে অবশ্যই ব্যতিক্রমধর্মী একটি পেশা বলা যায়। আমাদের দেশে এই বিষয়ে বর্তমানে কাজের ক্ষেত্র প্রসারিত হচ্ছে।আমাদের আচার আচরণে এসেছে পাশ্চাত্যের ছোঁয়া তার সাথে তাল মিলিয়ে আদব-কায়্দাতেও পরেছে প্রভাব। বিভিন্ন অনুষ্ঠানের ধরন পাল্টেছে। পাল্টেছে পোশাকের স্ট্যাইলওঅভিভাবকরাও এখন বেশ সচেতন বলা যায়। আগে যেমন শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারী চাকুরিজীবী এই ছিলো তাদেও ভাবনার গন্ডি, এখন সেই সীমানার বেড়াজাল আর তরুণদের জন্য বাঁধা হিসেবে আসছেন। বিশেষ করে তরুণরা এখন সৃজনশীল, সৃষ্টিশীল বিভিন্ন পেশায় নিজেদেরকে নিয়োজিত করছে। তরুন প্রজন্মরাই ফ্যাশন পাশ্চাত্যের কিং হয়ে আধুনিকতার বিরাম ভূমিকা পালন করছে।তরুন প্রজন্মরাই ফ্যাশন এর নতুন নতুন জগত সৃষ্টি করছে আর গড়ছে নিত্যনতুন ক্যারিয়ার।সময় বদলাচ্ছে সেই সাথে মানুষের ফ্যাশন এ আধুনিকতার ছোঁয়া আসছে।