বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফুুলেল ফিতা কেটে পায়রা উড়িয়ে মীরসরাই থিয়েটার এর মহড়া উদ্বোধন

 

ইমাম হোসেন, মীরসরাই ঃ

‘মীরসরাই থিয়েটার’ নামে নাট্য সংগঠনের যাত্রা শুরু হলো মীরসরাইয়ে। জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর গল্প অবলম্বনে প্রয়াত নাট্যকার দুলাল জুবাইদ এর নাট্য রুপায়নে ‘‘ জ্বীনের বাদশা’’ নামক নাটকের মহড়ার উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় উক্ত সংগঠনের ।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় স্থানীয় খবরিকা ষ্টুডিও হলে মহড়া শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের বিশিষ্ট নাট্যজন দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী। এসময় প্রধান অতিথী উদ্বোধক প্রদীপ দেওয়ানজী পায়রা উড়িয়ে ও ফুলেল ফিতা কেটে মহড়া মহড়া উদ্বোধন করেন। তিনি বলেন নাট্য ও সংস্কৃতিসেবায় তিনি মীরসরাইতে খুব শীঘ্রই প্রশিক্ষন কর্মশালার উদ্যোগ গ্রহন করা হবে। সংস্কৃতি চর্চা প্রতিটি মানুষের জীবনের একটি সমৃদ্ধ অঙ্গ। যে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করবে সে নিজেকে সমৃদ্ধ করার জন্য কাজ করলো। আর এভাবে পুরো দেশ ও সমাজের সমৃদ্ধতা সম্ভব। মীরসরাই থিয়েটার’ এর সভাপতি শরিফ উদ্দিন শিবলুর সভাপতিত্বে, অন্যতম উপদেষ্টা কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সঞ্চালনায় উক্ত মহড়া উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা নুর নবী নুর, মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কবি ও সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী, দুর্বার সম্পাদক কবি ও সাংবাদিক রাজীব মজুমদার, মীরসরাই থিয়েটার এর সাধারন সম্পাদক কবি ও সংস্কৃতিকর্মী রিপন গোপ পিন্টু, সাংবাদিক ইমাম হোসেন, সানোয়ার ইসলাম রনি, তৌহিদুল ইসলাম, স্মৃতা সেন গুপ্তা, কান্তা চক্রবর্তি, মিতু, অশ্বরী ও নাট্যকর্মীর অভিবাবক শারমিন আক্তার এবং নন্দিতা দাস প্রমুখ। উল্লেখ্য যে উদ্বোধন হওয়া উক্ত নাটক জ্বীনের বাদশা ৩০ ডিসেম্বর রাত ৯টায় মীরসরাই উপজেলার জোরারগঞ্জস্থ মুক্তিযুদ্ধের বিজয়মেলায় মঞ্চস্থ হবে।