বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফখরুল ইসলাম খান সিআইপির অর্ধকোটি টাকার অনুদান বিতরণ অব্যাহত : মীরসরাই প্রেস ক্লাবের সাধুবাদ

 নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলা ব্যাপী ফখরুল ইসলাম খান সিআইপির বারইয়াহাটস্থ খান কল্যাণ ট্রাষ্ট এর উদ্যোগে অর্ধকোটি টাকার মানবিক খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতিমধ্যে উপজেলার বারইয়াহাট ও মীরসরাই পৌরসভার বিভিন্ন এলাকা সহ উপজেলার ১৬ টি ইউনিয়নে পর্যায়ক্রমে তিনি খাবার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। অর্ধকোটি টাকার উক্ত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় পাক্ষিক খবরিকা কার্যালয়ে গত বুধবার ( ২২ এপ্রিল) ৫০ হাজার টাকার মানবিক খাবার সামগ্রী দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। উক্ত কার্যক্রম উদ্বোধন কালে উপস্থিত ছিলেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ ও সাধারন সম্পাদক নয়ন কান্তি ধূম। এসময় আরো উপস্থিত ছিলেন খান কল্যান ট্রাষ্ট এর কর্মকর্তা দীন মোহাম্মদ , জিয়া উদ্দিন বাবলু ও মোহাম্মদ জিয়াউল রহমান প্রমুখ। খান কল্যাণ ট্রাষ্ট এর চেয়ারম্যান আরব আমিরাতস্থ মীরসরাই সমিতির সভাপতি গোল্ডেন ভিসা অর্জনকারী ফখরুল ইসলাম খান সিআইপি এই বিষয়ে বলেন বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে ও এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতা ও সচেতনমূলক পদক্ষেপের অংশ হিসেবে নানান মানবিক কাজে সরকারের পাশপাশি কাজ করছেন মীরসরাইয়ের সাংবাদিক সমাজ। তিনি সরকারের কাছে দেশের এমন তৃণমূল পর্যায়ের নিবেদিত গনমাধ্যম কর্মীদের ও নিরাপত্তা ও বিশেষ প্রণোদনা দিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমি সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই ভাইরাসের কারণে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাত কে শাক্তিশালী করার জন্য প্রবাসী, ব্যবসায়ী, সি আই পি দের কে সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানান। পাশাপাশি সাধ্য অনুযায়ী সবাই সবার পাশে থাকার ও আহ্বান জানান। অবশেষে মীরসরাই প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পির উদ্যোগে এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং মীরসরাইবাসীর প্রতি তাঁর এমন ভালবাসায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।