বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রতীক্ষা : শিউলি চৌধুরী

হঠাৎ এক দুপুরে শুনশান চৌরাস্তায় সামনে
পড়ে গেছি তোমার।
এমন দু:সময়ে তো তোমার
সাথে দেখা মিলবে না আমার !
কারন বাইরে যাওয়া বারণ আছে আমার।
করোনা নামক এ ব্যাধি সংক্রামক,
যা বাতাসে ঘুরে বেড়ায়,
তাই সংক্রমন পরিহারে আমরা থাকব
যার যার ঘরে।

জানি এ ঝড় নেমে যাবে একদিন
তুমি আমার অপেক্ষায় থেকো, কেমন।
আর আমি প্রতীক্ষায় থাকব তোমার।
তোমার জন্যে ঠাঁই দাঁড়িয়ে থাকব
অনড় বিশ্বাসে সেই শিরিস তলায়।
যে বৃক্ষ অনন্তকাল ধরে
যোগ্য পথিকের জন্যে প্রতীক্ষমান।
আমি বিশ্বাস করি তোমায়,
চলো আমরা করোনা মুক্ত হলে
প্রকৃতির নির্মল পরিবেশে ঘুরে বেড়াই,
আর হাতে হাত রাখি
পরম মমতা আর ভালবাসায়।