মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা একান্ত বাঞ্ছনীয়-মাজারুল্লাহ মিয়া

নিজস্ব প্রতিনিধিঃ আজ (১০ আগষ্ট) রবিবার মীরসরাই উপজেলার খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনার পূর্ণনির্মান শুভ উদ্ভোধন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত সভা বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবাল ভৌমিক এর সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এবং শহীদ মিনার প্রকল্পের নির্বাহী পরিচালক মাজারুল্লাহ মিয়া। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ্ , নুরুল আলম, মহিলা ইউপি সদস্য জরিনা বেগম সহ প্রমুখ।
প্রধান অতিথি মাজারুল্লাহ মিয়া বলেন শহীদের স্মরনে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা একান্ত বাঞ্ছনীয় তাহলে জ্ঞান আর্জনের মাধ্যমে শহীদের প্রতি পুর্ণ শ্রদ্ধা প্রর্দশন হবে। উক্ত অনুষ্ঠানে শহীদের স্মরণ করে সংঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের সাংস্কৃতিক শিক্ষক রণজিত কুমার ধর, এবং তবলা ছিলেন দিবাকর শীল।