শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রজন্ম মীরসরাই মেধা বৃত্তি অনুষ্ঠিত

kk

নিজস্ব প্রতিনিধি :
‘কাঁদে কাঁদ মিলিয়ে লড়ি; সুক্ষিত মীরসরাই গড়ি’ স্লোগানে প্রজন্ম মীরসরাই’র ৫ম তম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার (৭ অক্টোবর) তিনটি কেন্দ্রে উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসার প্রায় ৩ সহ্রাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
সংগঠনের সভাপতি নিয়াজ মোর্শেদ নিপু জানান, প্রতি বছরের ন্যায় এবারো মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন, সংগঠনের উপদেষ্ঠা রাশেদা আক্তার মুন্নি, মঘাদিয়া ইউয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, মাষ্টার গিয়াস উদ্দিন, মাষ্টার সুভাষ সরকার, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুব পলাশ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সংগঠনের নির্বাহী পরিচালক ইউনুছ নুরী, পরিচালক মঞ্জুরুল ইসলাম রায়হান, আব্দুর রহীম, ফয়সাল ইসলাম, নুরের সালাম ভূইয়া, পরীক্ষা কমিটির আহ্বায়ক রাজীব চন্দ্র দাশ, প্রধান সমন্বয়ক গোলাম রব্বানী রনি, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, নুপুর দাশ, কেন্দ্র প্রধান মো: মহিউদ্দিন, নুরুল হুদা, নুরুল ইসলাম, হল সুপার মাষ্টার হোসাইন সবুজ, শরিফুল ইসলাম, ওমর ফারুক, মামুনুর রশিদ, শাহাদাৎ হোসেন, রিপন দাশ, রাহুল দাশ, জুয়েল দাশ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ তানজীম দীপ্ত, আরাফাত, আরমান, শিবলু, নেওয়াজ, সুব্রত, জিকু দাশ, নয়ন দাশ, আসাদ মুন্ন সহ প্রমুখ।
সংগঠনের নির্বাহী পরিচালক ইউনুছ নুরী বলেন, প্রজন্ম মীরসরাই শিক্ষার প্রসারে মীরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে। সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর মেধা বৃত্তির পাশাপাশি স্কুল পর্যায়ে বির্তক প্রতিযোগীতার আয়োজন করা হয়। এছাড়া মাদক নির্মূলে প্রজন্ম মীরসরাই কাজ করে যাচ্ছে।