বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রজন্ম মীরসরাইয়ের ষষ্ঠতম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
প্রজন্ম মীরসরাইয়ের ষষ্ঠতম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার সরকারহাট এন.আর উচ্চ বিদ্যালয়, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
সকালে প্রথম থেকে পঞ্চম ও বিকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার হল পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্ঠা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, পৃষ্ঠপোষক ও ক্লিপটন গ্রুপের পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, লায়ন রাশেদা আক্তার মুন্নি, কামরুল হাসান এফসিএ, নির্বাহী পরিচালক ইউনুচ নুরী, স্বেচ্চাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, প্রজন্ম মীরসরাই’র পরিচালক মনজুর ইসলাম রায়হান, আসিফ বাবু। পরীক্ষায় কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন মাষ্টার এনামুল হক, মহি উদ্দিন। পরীক্ষা কেন্দ্র পরিচালনা করেন মামুনুর রশিদ, গোলাম রব্বানী। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন রাজীব চন্দ্র দাশ। প্রধন সমন্বয়কের দায়িত্ব পালন করেন নাজিম উদ্দিন। পরীক্ষা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ফারুক, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, তোফাজ্জল হোসেন রিয়াজ, রিপন দাশ, সদস্য সচিব নুপুর দাশ, যুগ্ম সদস্য সচিব তানজিল হোসেন, সাজেদুল আসাদ, আজমুল করিম, মুন্না। এসময় উপস্থিত ছিলেন রাহুল দাশ, জুয়েল দাশ, রিজবী, জিকু, তৌহিদুল ইসলাম, আসিফ, রহিম প্রমুখ।