শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পুলিশের অধীনে না রেখে র‍্যাবকে আলাদা করার দাবি

image_92461.songsod

এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) পুলিশের অধীনে না রেখে স্বতন্ত্র বাহিনী হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন অব বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) সভাপতি এস এম আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, এর মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে।আজ বুধবার রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এই দাবি জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে র‍্যাবকে নিয়ে অনেক ধরনের কথা বলা হচ্ছে। বিশেষ করে সংসদের বাইরে বিএনপি র‍্যাবকে বিলুপ্ত করার দাবি জানাচ্ছে। এই দলটি ক্যাডার বাহিনী নির্ভর হওয়ায় এ ধরনের দাবি জানাচ্ছে। সন্ত্রাসীদের গড ফাদারদের নিয়ন্ত্রণে এই স্বতন্ত্র বাহিনী কাজ করবে। একই সঙ্গে অসৎ রাজনীতিবিদদের আইনের আওতায় আনতে এই স্বতন্ত্র বাহিনী কার্যকরী ভূমিকা রাখবে।তারেকের সমালোচনা :এদিকে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সংসদ সদস্য মাইনুদ্দিন খান বাদল। পয়েন্ট অব অর্ডারে তিনি বলেন, লন্ডনে সেভ সেন্ট্রিতে বসে একের পর এক কথা বলে যাচ্ছেন। সে সংবিধানকে চ্যালেঞ্জ করে কথা বলছে। তিনি আরো বলেন, আমি বিভিন্ন সময় বলেছি বিএনপির মতো একটি রাজনীতির দল দেশে থাকার দরকার নাই। কিন্তু সামগ্রিকভাবে দেখছি সরকারের পক্ষ থেকে বিএনপি রাজনীতিতে থাকুক এটাই দেখানো হচ্ছে। কিন্তু গণতন্ত্রের প্রশ্নে তাদের আচরণ কতটুক গণতান্ত্রিক তা ভেবে দেখা দরকার।
অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাসদ নেতা বাদল বলেন, সিলেটের চুনারুঘাটে যে অস্ত্র উদ্ধার হয়েছে। সেই অস্ত্র দিয়ে পরিপূর্ণভাবে যুদ্ধা চালানো যেতে পারে। সিলেটের চুনারুঘাটের অস্ত্র উদ্ধার আর ১০ ট্রাক অস্ত্র আটক একই সূত্রে গাঁথা। যাদের আমলে ১০ ট্রাক অস্ত্র উদ্ধার করা হয় সেই দলটি কতটুক গণতান্ত্রিক তাও ভেবে দেখা দরকার।