শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পালিত হলো ‘মীরসরাই ট্রাজেডী’র তৃতীয় বছর

mirsori chobi 11-7-14-02

মিরসরাই প্রতিনিধি ঃ গতকাল ১১জুলাই শুক্রবার ফুলে ফুলে ছেয়ে যায় আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্মৃতির মিনার ‘ আবেগ’। মা বাবার আহাজারি, ভাই বোনের বিয়োগ বেদনা, সাধারণ জনতার দুঃখ ভারাক্রান্ত স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় প্রিয়মুখ হারানোর স্মৃতি। তিন বছর পূর্বে ঘটে যাওয়া শোকাবহ সড়ক দুর্ঘটনা ৪২ জন ছাত্র, দুই জন ফুটবল প্রেমী, একজন অভিভাবক সহ ৪৫ জনের বিয়োগ ব্যথায় রচিত হয়েছিলো মিরসরাই ট্রাজেডী। কেঁদেছে মিরসরাই, কেঁদেছে বাংলাদেশ। স্মৃতি চারণ, পুষ্পস্তবক অর্পণ, কবিতা আবৃতি সহ সকাল সন্ধ্যা নানা আয়োজনে পালিত হলো মিরসরাই ট্রাজেডী’র তৃতীয় বছর। ট্রাজেডীর দিন ১১ জুলাই শুক্রবার হলেও সহপাঠিদের স্মৃতি স্মরণে বিদ্যালয় প্রঙ্গণে উপস্থিত হয় আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। মিরসরাই ট্রাজেডীতে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ এ সকাল থেকে শিক্ষক, পেশাজীবি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্চাসেবকলীগ ও বিদ্যালয় সমূহ র‌্যালী নিয়ে পুস্পস্বতক অর্পন করে। উপজেলা বিএনপির পক্ষে জাসাস উত্তর জেলা সেক্রেটারী শাহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্রদান করেন পুস্পস্তবক। পুস্প স্তবক অর্পন করে যুগান্তর স্বজন সমাবেশ মিরসরাই উপজেলা শাখা। এসময় স্বজন সমাবেশের সাথে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজম খান, প্রধান শিক্ষক জাফর সাদেক, মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী, মঘাদিয়া ইউপি চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, গৃহায়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর উপ সহকারি সচিব মোহাম্মদ হাসান, স্থানীয় নেতৃত্ব নুরুল গনি, ছরোয়ার হোসেন প্রমুখ। এরপর বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন ও স্থানীয় খবরিকা পরিবারের পক্ষ থেকে শোকের কবিতা আবৃত্তি করে যথাক্রমে কবি ও সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, শিল্পী ও সাংবাদিক রণজিত ধর, প্রাবন্ধিক ও সাংবাদিক আনোয়ারুল হক নিজামী, লেখক ও প্রাবন্ধিক কামরুল হাসান জনি, উপস্থাপিকা ও আবৃত্তিকার মোহছেনা মিনা, কবি ও সাংবাদিক এ এস রিপন প্রমুখ
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক শোক র‌্যালী অনুষ্ঠিত হয়। এই শোকর‌্যালীতে বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বিকেল তিনটায় আলোচনা সভা, খতমে কুরআন, মিলাদ ও সন্ধ্যায় ইফতার এবং দোয়ার আয়োজন করা হয়।