শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

hhhh

এম.ইমাম হোসেনঃ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ আর এই ঈদের আনন্দকে ধরে রাখতে ভিন্ন ধরণের আয়োজন করলো  পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। আর এই পরিষদের উর্দ্যােগে গতকাল (৭জুলাই) সকাল ১০টা বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ১৩নং মায়ানীর ইউপি চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী। পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু ছালেক আর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রাক্তন ছাত্র আবু ইব্রাহিমের ও ওহিদুল ইসলামের যৌথ সঞ্চলনায়  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মীর হোসেন ও আরিফুল ইসলাম।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মীরসরাই উপজেলার শাখার সভাপতি শেখ আতাউর রহমান,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর কবির চৌঃ, প্রতিষ্ঠাকালিন সভাপতি সাহাবুউদ্দিন (ওলি) ও সদস্য হাজ্বী নুরুল ইসলাম, মাষ্টার আবু নছর, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মহি উদ্দিন, জসিম স্যার।  বিদ্যালয়ের সাবেক পরিচালনা পরিষদের সদস্য হুমায়ন কবির বাবুল এবং বর্তমান সদস্য আলি হোসেন, নুরুল আবছার, শামসুদ্দিন, আবুল হোসেন, মীর কাশেম মেম্বার সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী।
উক্ত অনুষ্ঠানে দুপুর ১.৩০ মিনিটে প্রতিভোজ আয়োজন এবং দুপুর ২টা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারন ও বিকাল ৩টা শুরু হয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আয়োজনে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরে বিকাল ৫টা চট্টগ্রামের থেকে আগত ব্যান্ড দল “দূষর ছায়া” শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০১৭ সালে বিদ্যালয়ের ২৫ বছর পুর্তি অনুষ্ঠানের ঘোষনা দেওয়া হয়।