শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নির্বাচন কমিশন কৃতদাসে পরিণত হয়েছে: রিজভী

rajbe

বর্তমান নির্বাচন কমিশন সরকারের সেবাদাস থেকে কৃতদাসে পরিনত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবরোধের তৃতীয় দিন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করে সরকার ও বিরোধী দলের মধ্যকার সমঝোতার পথ বন্ধ করে দেশকে সংঘাতের দিকে উস্কে দিয়েছে। রিজভী বলেন, সরকার বিরোধী দলের গণতান্ত্রিক এ আন্দোলনকে দমন করতে এমন কোনো কাজ নেই যা তারা করছে না। সরকারের ওপর থেকে সব ধরনের মানবিকতার বৈশিষ্ঠ উঠেগেছে বলেই বিরোধী দলের শীর্ষ নেতাকে জেলে আটক রাখার ফন্দি ফিকির করছে বলেও অভিযোগ করেন তিনি।এর আগে ৭১ ঘন্টা অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির যুগ্ম মহাসচিব সাংবাদিকদের বলেন-পদত্যাগ করুন, জনগণকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিন। তাহলেই কেবল আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। গ্রেফতার, হামলা, নির্যাতন অব্যাহত থাকলেও কর্মসূচি থেকে পিছু হটবো না। আমরা যে কর্মসূচিতে আছি তা অব্যাহত থাকবে। রিজভী আহমেদ দাবি করে বলেন, অবরোধের তৃতীয় দিনেও দেশের বিভিন্ন স্থানে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী দল দমনে গুলি, হত্যার পাশাপাশি নেতাকর্মীদের গুম করছে। সরকার বিরোধী দল দমনে মরিয়া হয়ে উঠেছে। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণের মাধ্যমে বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচি ইতিমধ্যে অনেকাংশে সফলতার মুখ দেখেছে। তাই সরকার তার পেটুয়া বাহিনী দিয়ে দমন নিপীড়ন অব্যাহত রেখেছে।

Leave a Reply