বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নির্বাচনে জনগণের রায় মেনে নেব: নাসিম

nasim_58309_244323

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জনগণের দেয়া রায় আওয়ামী লীগ মেনে নিবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ইউনাইটেড ইসলামী পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।সিটি করপোরেশন নির্বাচন কোনো শক্তি বানচাল করতে পারবে না উল্লেখ করে নাসিম বলেন, নির্বাচন নিরপেক্ষ স্বচ্ছ হবে। চক্রান্ত করে বেগম জিয়ার দল নির্বাচন বন্ধ করতে পারবে না। মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে দেয়ার চক্রান্তের বিরুদ্ধে বাংলার জনগণ জবাব দেবে।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে নাসিম বলেন, নির্বাচনে আসার সিদ্ধান্তের জন্য খালেদা জিয়াকে স্বাগত জানাই। ৫ জানুয়ারি নির্বাচন না করে যে ভুল করেছিলেন তার মাসুল আপনাকে দিতে হচ্ছে। হরতাল-অবরোধ দিয়েছেন জনগণ প্রত্যাখ্যান করেছে। নির্বাচনে অংশগ্রহণ করার নামে কোনো ষড়যন্ত্র করবেন না। আইনের কাছে আত্মসমর্পণ করেন।