বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না জামায়াত : ইসি

jamaat

নিজস্ব প্রতিনিধি

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গ্রহন করতে পারবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। উচ্চ আদালতে দলটির নিবন্ধন বাতিল হওয়া সংক্রান্ত রায়ের কপি পেয়ে পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন সচিবালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ। আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন রায় অনুযায়ী জামায়াতের নিবন্ধন অবৈধ। এ বিষয়ে কমিশনের বাড়তি কিছু করার সুযোগ নেই। তাই আমরা কোর্টের নির্দেশ অনুযায়ী জামায়াতের নিবন্ধন অবৈধ মর্মে কমিশনের ওয়েবসাইটে একটি নোটিশ দিয়েছি। পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে কোনো করণীয় থাকলে তা করা হবে। নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় জামায়াতের নাম থাকার বিষয়ে তিনি বলেন, আমরা তাদের তালিকা থেকে বাদ দিইনি। কারণ, এটাতে যাতে কোনো প্রকার বিভ্রান্তি ছড়াতে না পারে। আমরা নোটিশ দিয়েছি, যথাসময়ে তালিকা থেকে জামায়াতের নাম বাদ দেয়া হবে। আগামী নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে শাহ নেওয়াজ বলেন, নিবন্ধিত দল ছাড়া নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। যেহেতু তাদের নিবন্ধন অবৈধ তাই তাদের আগামী নির্বাচনে অংশ গ্রহণ করার সুযোগ নাই। জামায়াতে ইসলামী হাইকোর্টে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছে এটা স্পষ্ট। সুপ্রিমকোর্টে জামায়াতের আপিলের রায় পর্যন্ত কমিশন অপেক্ষা করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপিল বা অন্য রায়ের ব্যাপারে কমিশনের বক্তব্য নেই। আমাদের স্পষ্ট বক্তব্য হাইকোর্টের রায় অনুযায়ী আমরা এখন তাদের নিবন্ধন অবৈধ ঘোষণা করছি।

Leave a Reply