শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

cricket

নিজস্ব প্রতিনিধি

নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ৩-০ তে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে রস টেইলরের সেঞ্চুরিতে  বাংলাদেশকে ৩০৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় ব্ল্যাক ক্যাপরা। জবাবে শামসুর রহমানের ৯৬ ও নাঈম-নাসিরের দৃঢ় ব্যাটিংয়ে ৪ বল বাকি থাকতেই জয় পায় টাইগাররা।কতো তারা টাইগার স্কোয়াডে। কখনও গাজী, কখনও মুশফিক আবার কখনও বা মুমিনুল। বাংলাওয়াশের পুনরাবৃত্তির দিনে নায়ক নতুন তারা শামসুর রহমান শুভ। শুভর শুরু করা কাজের সফল ইতি টেনেছেন নাঈম ইসলাম আর  নাসির হোসেন । মুশফিকের দল ৩-০ ব্যবধানেই জিতলো সিরিজ।লক্ষ্য ছিল ৩০৮। একদিনের ক্রিকেটে ৩০০ এর ওপর যে কোন স্কোর চেজ করাই কঠিন কাজ। ৬১ রানের ওপেনিং পার্টনারশিপে শামসুর রহমান আর জিয়াউর রহমান জানান দিলেন ফতুল্লায় রচিত হতে যাচ্ছে বাংলাওয়াশের দ্বিতীয় অধ্যায়। ওডিআই ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসেই দ্যুতি ছড়ালেন শুভ। এগুচ্ছিলেন ম্যাজিক ফিগারের দিকে। তবে, ফিরতে হয় চার রানের আক্ষেপ নিয়ে। ১০৭ বলে ৯৬ কোরে আউট হন শুভ। বাংলাদেশের সংগ্রহ তখন ৪ উইকেটে ২০৪।এরপর নাঈম ইসলামের ৭৪ বলে ৬৩ ম্যাচেই রাখে টাইগারদের।সিরিজ জুড়ে ব্যর্থ নাসির জ্বলে উঠলেন সময়মতো। ৩৮ বলে অপরাজিত ৪৪ কোরে দলকে নিয়ে যান জয়ের কাছাকাছি।শেষ ওভারে বাংলাদেশের চাই ৩ রান। দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকিয়ে টাইগারদের স্মরণীয় জয় এনে দেন সোহাগ গাজী।এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল। রস টেইলরের অপরাজিত।১০৭ ও কলিন মুনরোর ৮৫ রানে; ৫ উইকেটে ৩০৭ করে ব্ল্যাকক্যাপস। তখন হয়তো স্বস্তিতেই ছিলেন অধিনায়ক কাইল মিলস।তবে ম্য্যাচ শেষে ভিক্টোরি ল্যাপ দিল টাইগার স্কোয়াড-ই। তলপেটের ব্যথার কারণে এ ম্যাচে খেলেন নি তামিম। সাকিব তো গোটা ওডিআই সিরিজেই খেলেননি। সেরা তারকাদের ছাড়াই চমৎকার জয় পেল মুশফিকের দল।

Leave a Reply