বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নায়করাজ রাজ্জাকের লক্ষী কুঞ্জের ‘নেমপ্লেট’ চুরি!

ডেস্ক-

প্রয়াত বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের গুলশানের বাড়ি ‘লক্ষ্ণী কুঞ্জের নেমপ্লেট চুরি হয়ে গেছে। কিংবদন্তি এই নায়কের অবর্তমানে তার স্মৃতি আঁকড়ে দাঁড়িয়ে আছে ‘লক্ষ্ণী কুঞ্জ’। আর এই বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার রাতের কোনো এক সময় ‘নেমপ্লেট’টি চুরি হয়ে যায়। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্জাকের ছোট ছেলে অভিনেতা খালিদ হোসেন সম্রাট।

ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি জানান, আজ (শনিবার) সকালে উঠে দেখি আমাদের বাড়ির নেমপ্লেটটা চুরি হয়ে গেছে। ভাগ্যিস, বাড়ির গেইটটা খুলে নিয়ে যায়নি…

দেয়ালের সঙ্গে সাঁটানো নেমপ্লেটটি খুলতে চোরদের ভালোই বেগ পেতে হয়েছে বলে মনে করছেন সম্রাট। তিনি বলেন, বাড়ির নেমপ্লেটটি কে বা কারা খুলে নিয়ে গেছে জানি না। তবে এমন চুরির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। কী কারণে এটি চুরি হতে পারে এ নিয়ে তার কোনো ধারনা নেই।

প্রসঙ্গত, নায়ক রাজ্জাকের প্রিয় ‘লক্ষ্ণী কুঞ্জ’-এ এখন বসবাস করছেন তার স্ত্রী, সন্তান আর নাতি-নাতনিরা। এর আগে এক মাস দশদিন আগে গত ২১ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেন বাংলা সিনেমার কিংবদন্তী এই নায়ক।