মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নরেন আবৃত্তি একাডেমির নিয়নিত আয়োজন বোধে দাও শান, জাগাও পরাণের নভেম্বর অধিবেশন অনুষ্ঠিত

15107421_10210240387680356_4500571744743363891_n 15178265_10210240452721982_8666267190292187637_n

 

গত ২৫শে নভেম্বর রোজ শুক্রবার সকাল ১১টায় নরেন আবৃত্তি একাডেমির নিয়মিত আয়োজন বোধে দাও শান-জাগাও পরাণের নভেম্বর অধিবেশন অনুষ্ঠিত হয় তাদের নিজস্ব কার্যালয়ে। মো: সাইফ উদ্দিন ফরহাদের সঞ্চালায় ও সংগঠনটির পরিচালক মিশফাক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য আহসানুল্লাহ তমাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মহাবুবুর রহমান মাহফুজ, ব্যারিস্টার সুলতান আহাম্মদ চৌ: কলেজ বাংলা বিভাগের প্রভাষক পারভীন আক্তার, চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ প্রাণী বিজ্ঞান বিভাগের প্রভাষক কল্পনা রাণী দাস, চট্টগ্রাম কম্পিউটার সেন্টার বিদ্যুৎ ভাবনের এ.ডি. এডমিন শানু আরা বেগম, নরেন আবৃত্তি একাডেমির স্ট্যান্ডিং কমিটির সদস্য দিদারুল আলম, নরেন আবৃত্তি একাডেমির স্ট্যান্ডিং কমিটির সদস্য মিতাশা মাহারিন, নরেন আবৃত্তি একাডেমির সভাপতি সৈয়দ হোসেন বাবু, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাণী বিজ্ঞান বিভাগের প্রভাষক কানিজ ফাতেমা রিম্পি প্রমূখ। এতে আবৃত্তি শিল্পী হিসেবে আবৃত্তি করেন নরেন আবৃত্তি একাডেমি সদস্য মারিয়া খানম ইরিনা, প্রযুক্তা বৈদ্য জয়া, আনিকা ফেরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন নাহার, রিপন ধর, শেখ ফাহাদ, আব্দুল্লাই আল মাসুম, মোঃ মহসিন,জান্নাতুল মাওয়া, আফ্রিদা জাইমা নিলান্তী, সৌরভ ধার, শিমলা, সজীব, ইরফান প্রমুখ।

বার্তা প্রেরক মোঃ সাইফ উদ্দিন ফরহাদ, নরেন আবৃত্তি একাডেমি।