শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নতুন একটি ভোর : নূরনাহার নিপা

জীবনটা যেন থমকে গেছে ক্ষুদ্র ভাইরাসে,
ব্যস্তময় শহরটা থমকে গেছে করোনার ত্রাসে।
সারাদিন সবুজের বুকে করে বেড়াতাম টইটই,
সি-বীস-এ জমজমাট আড্ডা হইচই।
হৃদয়ক্যানভাসে জোড়া চোখের
হা- হুতাশ নিরব কান্না।

মেঘের খামে বৃষ্টি নামে লাশের মিছিলে
দগ্ধজীবন পুঁড়ছে পায় নাতো মাটি,
এমন মৃত্যু চাই না প্রভু করো রহমত
পাপ করেছি, ভুল করেছি, দাওনা ক্ষমা শত।
বিশ্ববুকে গজব দিলে তুমি
এ কেমন ঘাতক করোনা ভাইরাস !!

লাশের মিছিল দেখে বুকটা
পুড়ছে শুধু হুহু অন্ধকারে।
ক্ষুধার্ত মানুষগুলো তোমার দরবারে দুহাত তুলে
হে, দয়াময় হেদায়েত করো, সব অপরাধ ভুলে।
প্রার্থনা করি, আসবে আঁধার পেরিয়ে
অনাবিল সুন্দর একটি নতুন ভোর।।