বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ধৃষ্টতা ( পর্ব-১) : মনির উদ্দিন মান্না

 

লাল সবুজের পতাকার ছায়ায় নির্ভয়ে
বসে বসে মুখোসের আড়ালে,
দেশমাতার সুনাম পদদলিত করে
বিষোদগার ছড়াচ্ছে মনের খেয়ালে।
স্বাধীনতা আর সইবে কত,শকুনের কষাঘাত,
প্রতিনিয়তই মারছে ছোবল,নাগিনীর বিষদাঁত।

গণমাধ্যম কর্মীদের অবজ্ঞা হিজাব নিয়ে কূটক্তি
ধৃষ্টতা প্রদর্শন দাম্ভিক আচরনে অনুতপ্ত নয়,
প্রতিবাদ করে চেয়েছি, প্রতিকারের সাড়া মেলেনি
উল্টো প্রশ্ন করে? দিলো চোখ রাঙ্গিয়ে।
নষ্ট বীজের ভ্রুন থেকে জেগে ওঠা
ছলছুঁতোয় বিভক্তি, বিদ্বেষ, ঘৃণা ও হানাহানিতে লিপ্ত
অবিরাম খেলা করে দেশদ্রোহীতার ক্যানভাসে

নিজেকে সাধু সেজে দুষ্টচক্রের সহায়তায়
অশুভ দালাল শ্রেণীকে কামাতুর নেশায়
মাতিয়ে রাখে প্রেট্রোডলারের উষ্ণ আতিথেয়তায়
নিলজ্জ বেহায়ার শয্যা সঙ্গী রাত বিরাতে তার।

ধর্ম দ্রোহীর স্হান নেই কোথাও কলম যোদ্ধা সোচ্চার
ধৃষ্টতা থেকে বেরিয়ে না এলে বিচার হবে নিশ্চয়ই
রাষ্ট্রের পবিত্র স্হানে বসে ভিন্ন দেশের দালালী
অনুসন্ধানের দাবী রাখে বিচারিক আদালতের প্রত্যাশী।

-চলবে