মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

‘দেবী দুর্গার মতো আসুরিক শক্তি বিনাশে পুলিশ কাজ করে যাচ্ছে’

রাজিব মজুমদার, মীরসরাই:

Puja Pic-01

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এই সম্প্রীতির বন্ধনে যার যার ধর্মীয় উৎসব পালনে পুলিশ প্রশাসন সবসময় সহযোগীতা করে আসছে। দেবী দুর্গার মতো অসত্য ও আসুরিক শক্তি বিনাশে পুলিশ কাজ করে যাচ্ছে । গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাড়ে ১১টায় মহনবমীতে মীরসরাই কেন্দ্রীয় জগদ্বীশ্বরী কালী মন্দিরে উপজেলা পূজা কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম পুলিশ সুপার এ.কে.এম হাফিজ আক্তার বিপিএম এসব কথা বলেন।

তিনি আরো বলেন নারী ও শিশু নির্যাতন, মাদক, বাল্য বিবাহসহ সমাজের যত অন্যায়ের বিরুদ্ধে কাজ করছে পুলিশ।

মীরসরাই উপজেলা পূজা কমিটির সহ-সভাপতি সুভাষ সরকারের সঞ্চালনায় এবং কমিটির সভাপতি উত্তম কুমার শর্মার সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, এএসপি (সার্কেল) সালাউদ্দিন সিকদার, পিআইও সাইফুল্লাহ মজুমদার, চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি দিলীপ মজুমদার, সাবেক সভাপতি অধ্যাপক নারায়ন চৌধুরী, বর্তমান সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, ডাঃ জামশেদ আলম, মীরসরাই জগদ্বীশ্বরী কালী মন্দিরের সভাপতি সুদর্শন রায়।

এসময় উপস্থিত ছিলেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ এমকে ভূঁঞা, পূজা কমিটির সাধারণ সম্পাদক অনির্বান চৌধুরী রাজিবসহ ৮৩টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দের নিকট সরকারি অনুদান প্রদান করেন।