শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দুর্বার প্রগতি সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনও নবগঠিত কমিটির অভিষেক

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন ২৭ এপ্রিল মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদ্যবিদায়ী কার্যকরি পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ সাইফ উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা মিশকাতের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম, উদ্যোক্তা সৈয়দ আহমদ, পৃষ্ঠপোষক ও মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, আজীবন সদস্য ও শিক্ষক মুহাম্মাদ শহীদুল ইসলাম, আজীবন সদস্য ও নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ফরহাদ উদ্দিন, আজীবন সদস্য ও বরইয়ারহাট ডিগ্রী কলেজের প্রভাষক মিনহাজ উদ্দীন, আজীবন সদস্য ও শিক্ষক নাজমুল হাসান মুন্না ও সদ্যবিদায়ী সাংগঠনিক সম্পাদক মো.আশরাফ উদ্দীন। সংগঠনের দুই বছর মেয়াদী একুশ সদস্য বিশিষ্ট নবীন কার্যকরি

পরিষদ (২০১৮-২০২০) এর সদস্যরা হলেন আশিষ দাশ- সভাপতি, মো.মহিবুল হাসান সজীব-সিনিয়র সহ সভাপতি, মির্জা মিশকাতের রহমান-সহ সভাপতি, ইমাম হোসেন চৌধুরী-সাধারণ সম্পাদক, জাফর ইকবাল-সহ সাধারণ সম্পাদক, সৈকত চৌধুরী-সাংগঠনিক সম্পাদক, আহাদ উদ্দীন- সহ সাংগঠনিক সম্পাদক, আলী হায়দার চৌধুরী-অর্থ সম্পাদক, রানা মজুমদার- সহ অর্থ সম্পাদক, জিয়া উদ্দীন বাবলু-দপ্তর সম্পাদক, নাহিদুল আনসার- সহ দপ্তর সম্পাদক, নাঈমুল হাসান- প্রচার ও প্রকাশনা সম্পাদক, রাকিব উদ্দীন-পাঠাগার সম্পাদক, তরিকুর রহমান বাবু- পরিকল্পনা ও সমাজকল্যাণ সম্পাদক, রিয়াজ উদ্দীন রাকিব- শিক্ষা ও সাহিত্য সম্পাদক, আরিফ হোসেন- ক্রীড়া সম্পাদক, জয় শর্মা -সাংস্কৃতিক সম্পাদক, নাজমুল হাসান- স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ইমতিয়াজ উদ্দীন বাবু- আইন ও তথ্য-প্রযুক্তি সম্পাদক,কার্যকরি সদস্য- মুহাম্মদ আরিফ হোসেন ও বোরহান উদ্দীন। এছাড়া কার্যকরি পরিষদের সহায়ক সাতটা উপ-পরিষদে চব্বিশজন সদস্য ও ২০১৮ সালে সংগঠনে অনুমোদনপ্রাপ্ত নবীন পনের জন সদস্যের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবীন কার্যকরি পরিষদ, উপ-পরিষদ সমূহ ও নবীন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।