বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দুর্বারের ডিপিএল ফাইনাল উৎসব বৃহস্পতিবার ও শুক্রবার

নিজস্ব প্রতিনিধি :: ফুটবল মানে উত্তেজনা-ফুটবল মানে উৎসব। আবহমানকাল থেকে গ্রাম-বাংলার ঐতিহ্যের খেলা ফুটবল। যে খেলায় হাজারো ফুটবলপ্রেমী দর্শক খুঁজে পায় প্রাণের স্পন্দন। মীরসরাইয়ের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দুর্বার প্রগতি সংগঠন’ তাই মাসব্যাপী আয়োজন করল এ ফুটবল উৎসবের। সমগ্র উপজেলার প্রায় ২৮০ জন নিবন্ধিত নবীন-প্রবীন তারকা ফুটবলার তিনটি বিভাগে ১২ টি দলের অংশগ্রহণে দুর্বার শিরোফা জয়ে অংশ নেয়। মলিয়াইশের হেতালিয়া খাল পাড়ে চিরসবুজে ঢাকা মাঠে- এ দুর্বার প্রিমিয়ার লীগ (ডিপিএল) টুর্নামেন্টের আয়োজন করে তারা। আগামী ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ২ টায় ডিপিএল জুনিয়র গ্রুপের প্রথম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সে ম্যাচের শিরোপা জয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন গ্রুপ পর্বে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী সৈকত চোধুরীর মালিকানাধীন ব্রাইটেন সোলজার্স ও আলী হায়দার চৈধুরীর মালিকানাধীন ক্যাসেল ইউনাইটেড। সে আয়োজনে প্রধান অতিথি হিসেবে মীরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দীন ও মিলিয়াইশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরদিন ৮ ডিসেম্বর শুক্রবার বেলা ২ টায় ডিপিএল ৪র্থ আসরের শিরোপা জয়ে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ পর্বের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী আরিফুল ইসলামের মালিকানাধীন রেসি রেইঞ্জার্স ও সাইদুল ইসলামের মালিকানাধীন রাইভ্যাল সোলজার্স। সে আয়োজনে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে মীরসরাই সার্কেল এএসপি মো. মশিয়ার রহমান, মীরসরাই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, মীরসরাই উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, কাস্টম এক্সাইজ ও ভ্যাট, পটিয়া বিভাগ, চট্টগ্রাম বিভাগ এর সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মো. কামরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মুহাম্মদ কামাল উদ্দিন ও জোরারগঞ্জ মহিলা কলেজের সভাপতি রাশেদা আক্তার মুন্নি উপস্থিত থাকবেন। এর পরপর সেদিন সন্ধ্যা ৭ টায় দুর্বারের ব্যাতিক্রমী আয়োজন হিসেবে ফ্লাডলাইটের আলোতে শুরু হবে তয় বারের মত এমরান চৌধুরী স্মৃতি পরিষদের সৌজন্যে ৪৫ উর্ধ্ব বয়সী প্রবীন ফুটবলারদের শিরোফা জয়ের লড়াই। সে ম্যাচে মুখোমুখি হবেন তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদের মালিকানাধীন প্রবীন লাল দল ও মো. নজরুল ইসলামের মালিকানাধীন প্রবীন সবুজ দল। সে ম্যাচে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি , চট্টগ্রাম জেলা ইউনিট এর সেক্রেটারি নুরুল আনোয়ার চৌধুরী বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদীর ফিচার সম্পাদক নাট্যকার প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক দেবদুলাল ভৌমিক ও বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক মো. সাইফুল ইসলাম। এ সকল আয়োজন সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা মিশকাতের রহমান এর সঞ্চালনায় ও সভাপতি হাসান মো. সাইফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। ডিপিএল জুনিয়র গ্রুপে অংশ নেয়া গ্রুপ পর্বে ৪ দলের অর্জিত পয়েন্ট ব্রাইটেন সোলজার্স (সৈকত চৌধুরী)-৭, ক্যাসেল ইউনাইটেড (আলী হায়দার চৌধুরী)-৪, আর্টিসান ফাইটার্স (তরিকুর রহমান)-৪, ডিসেন্ট ফাইটার্স(নাহিদুল আনসার)-১। ডিপিএল এ অংশ নেয়া গ্রুপ পর্বে ৮ দলের অর্জিত পয়েন্ট লায়ন হার্টেড (মেহেদী হাসান জিকু)-১০, রেসি রেইঞ্জার্স (আরিফুল ইসলাম)-৭, রাইভ্যাল সোলজার্স (সাইদুল ইসলাম)-৫, ইউনিক ফাইটার্স(রিপন কুমার দাশ)-৫, ডায়নামিক ওয়ারিয়র্স (আশিষ দাশ)-৫, ব্রাদার্স ইউনাইটেড (মির্জা মিশকাতের রহমান)-৪, পাস্তোরাল চ্যালেঞ্জার্স (বেলাল হোসেন)-৩ ও এ্যারোলাইট ফাইটার্স (ফরহাদ উদ্দীন)-৩। দুর্বার’র এ মাসব্যাপী ফুটবল উৎসবের আয়োজন সম্পর্কে ডিপিএল আয়োজক কমিটির আহবায়ক মহিবুল হাসান সজীব, সদস্য সচিব জিয়া উদ্দীন বাবলু ও সংগঠনের ক্রীড়া সম্পাদক আহাদ উদ্দীন জানান – প্রত্যন্ত অঞ্চলের এ জনপদে খেলাধুলা চর্চায় তরুণদের সম্পৃক্ত করে তাদের দৈহিক-মানসিক বিকাশে সহায়তা করতে আমাদের এ উদ্যোগ। সবার সর্বাত্মক সহযোগিতায় আমরা সামনের দিনে আরো বৃহৎ পরিসরে এ সকল আয়োজন অব্যাহত রাখতে প্রয়াস চালিয়ে যাব।