শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসন

bp-2016-12-10-097-6

দুর্নীতির অভিযোগে ছয় সপ্তাহ ধরে বিক্ষোভের পর দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসনের পক্ষে রায় দিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। গতকাল ২৩৪-৫৬ ভোটে অভিশংসন অনুমোদন পেয়েছে।

এর অর্থ হলো পার্কের দল সায়েনুরু পার্টির এমপিরাও তার বিপক্ষে ভোট দিয়েছেন। খবর বিবিসির। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী, পার্লামেন্টের সিদ্ধান্তের পর পার্কের ক্ষমতা আপাতত প্রধানমন্ত্রীর ওপর বর্তাবে। পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসনের যে সিদ্ধান্ত হয়েছে তাতে ১৮০ দিনের মধে?্য অনুমোদন দেবে দেশটির নয় সদসে?্যর সাংবিধানিক আদালত। ব্যক্তিগত লাভের জন্য পুরনো এক বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির বিভিন্ন অভিযোগে গত ছয় সপ্তাহ ধরে পার্ক বিরোধী বিক্ষোভ চলছিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের রাস্তায়। জনমত জরিপে পার্কের জনপ্রিয়তা নেমে এসেছিল মাত্র চার শতাংশে। দুর্নীতির অভিযোগের তদন্তের মধে?্যই গত নভেম্বরের শেষ দিকে পার্কের কার্যালয় থেকে ৩৬৪টি ভায়াগ্রা উদ্ধার করা হলে কেলেঙ্কারি নতুন দিকে মোড় নেয়। সে সময় প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, যৌন মিলনের সময় পুরুষদের রক্তচাপ বাড়াতে সহায়ক এই ওষুধ বিমান ভ্রমণের সময় উচ্চতাজনিত অসুস্থতাতেও কাজে দেয়। এ কারণে প্রেসিডেন্টের পূর্ব আফ্রিকা সফরের সময় তার সহযোগী ও সরকারি কর্মকর্তাদের জন্য ওই বড়িগুলো কেনা হয়েছিল।