বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তফসিল পুননির্ধারণ করে সবদল অংশ নিলে আমিও নির্বাচনে যাব

ershad

সাবেক রাস্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড়। একই সঙ্গে তিনি নির্বাচনকালীন সর্বদলীয় সরকার থেকে তার দলের মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং উপদেস্টাদের পদত্যাগ করার বিষয়েও সিদ্ধান্ত পরিবর্তন করেনি। শুক্রবার রাতে প্রেসিডেন্ট পার্কে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এরশাদ বলেন, সিদ্ধান্ত বদল মানেই মৃত্যু। তাই আমার আর সিদ্ধান্ত বদলের কোনও সুযোগ নেই। তিনি আরও বলেন, আমার দলের কয়েকজন মন্ত্রী প্রধান মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তারা দলের পক্ষ থেকে নির্বাচনের তফসিল আরও ১০ দিন পিছিয়ে পুননির্ধারণের দাবি জানিয়েছেন। যদি তফসিল ১০ দিন পেছানো হয় এবং সবদল নির্বাচনে অংশ নেয় তাহলে আমিও নির্বাচনে অংশ নেব। গণমাধ্যমে প্রকাশিত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ফোনালেপের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, কারও সঙ্গে আমার কোনো টেলিকনফারেন্স হয়নি। জাতীয় পার্টির গণঠনতন্ত্র অনুযাযী সর্বময় ক্ষমতার অধিকারী আমি। আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার দলের  মধ্যে কোনো বিভেদ নেই। সবাই আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ।বিকেলে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন কবি ফজল শাহাবুদ্দিনকে দেখতে যান।

Leave a Reply