বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ৮ জুন : তদন্ত কমিটি গঠন

exam_87062
 ঢাকা বোর্ডের এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্রের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ের পরীক্ষা আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা শুরুর ১২ ঘন্টা আগে বুধবার রাত ১০টায় ঢাকা বোর্ডের উচ্চ মাধ্যমিকের এ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এদিকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের ঘটনায় ঢাকা শিক্ষা বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।বৃহস্পতিবার ঢাকা বোর্ডের সচিব আবদুস সালাম হাওলাদারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়। প্রশ্নপত্র ফাঁসের কারণে ঢাকা বোর্ডের আজকের উচ্চ মাধ্যমিকের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র ফাঁস হয় বলে অভিযোগ ওঠে। মোবাইল ফোনের এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ঢাকা বোর্ড বিষয়টি জানতে পেরে মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্র মিলিয়ে প্রাথমিকভাবে এর সত্যতা খুঁজে পায়।