শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিবন্ধিত ও অনিবন্ধিত সব সিম পুনরায় নিবন্ধনের নির্দেশনা জানিয়েছে। তাই এখন মোবাইলে এসএমএস-এর মাধ্যমে সহজেই ঘরে বসে যে কেউ মোবাইল সিম নিবন্ধন করে নিতে পারবেন।

এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটক গ্রাহকেরা- মোবাইলের এসএমএস অপশনে গিয়ে ইংরেজিতে তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, পূর্ণ নাম লিখে ১৬০০ নম্বরে এসএমএস-এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। সিটিসেল গ্রাহকেরা- মোবাইলের এসএমএস অপশনে গিয়ে U লিখে স্পেস দিয়ে, ইংরেজিতে তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, পূর্ণ নাম লিখে ১৬০০ নম্বরে এসএমএস-এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। ফিরতি এসএমএস (Your request has been accepted. Thank you for the information)-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার তথ্য গ্রহণ করা হয়েছে।
বিস্তারিত জেনে নিন এই লিংক থেকেঃ http://goo.gl/3DD1jX