বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ডাক্তার-রোগীর সম্পর্কের উন্নয়ন জরুরি : উপাচার্য

ডেস্ক প্রতিবেদন: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে রোগীর সন্তুষ্টি নিশ্চিত করতে ডাক্তার-রোগীর সম্পর্কের উন্নয়ন জরুরি।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত ‘একিউট এন্ড ক্রনিক পেইন ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন,চিকিৎসা পেশার সাথে অন্য কোনো পেশার তুলনা হয় না।রোগীর সন্তুষ্টি নিশ্চিত করতে ডাক্তার-রোগীর সম্পর্কের উন্নয়ন জরুরি।
চিকিৎসক ও রোগীর মাঝে সুন্দর সম্পর্কের মাধ্যমে চিকিৎসা পেশার সুনাম ও মর্যাদা বৃদ্ধি করার পাশাপাশি রোগীদের আস্থা অর্জন করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন (আইসিইউ) বিভাগের অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান অনুষ্ঠান পরিচালনা করেন এবং এতে বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বনিক।