মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

টিউমারে আক্রান্ত মহিউদ্দিনকে মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের নগদ অর্থ সহায়তা

নিজস্ব প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের নন্দীগ্রামের সোলায়মান মেম্বার বাড়ীর আব্দুল খালেকের পুত্র মহিউদ্দিন পায়ে জায়ান্ট সেলস টিউমারে আক্রান্ত। তার চিকিৎসার্থে প্রায় ১২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রয়োজন। রবিবার (৯ জুলাই) তার চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত। উপজেলার ঝুলনপোল বেণীমাধব উচ্চ বিদ্যালয় হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে টিউমারে আক্রান্ত মহি উদ্দিন ও তার পিতা আব্দুল খালেকের হাতে নগদ অর্থ তুলে দেন সমিতির নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সহ-সভাপতি নুরুল আলম আজাদ, যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, মুসলিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক এখলাছ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আলা উদ্দিন আলো, যুগ্ন ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, সদস্য মেজবাউল আলম রিজভী, আলা উদ্দিন, ঝুলনপোল বেণীমাধব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আবছার, ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম ফেয়ার, সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া, ঝুলনপোল বাজার পরিচালনা কমিটির সভাপতি আবু সুফিয়ান, ফার্মাসিস্ট আমিন শরীফ, যুবলীগ নেতা মাহমুদুল রাহিম সোহেল, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সেলিম প্রমুখ।

উল্লেখ্য, মহিউদ্দিন ২০১৫ সালের জুলাই মাস থেকে এই দূরারোগ্য টিউমার ব্যাধিতে আক্রান্ত। নভেম্বর ২০১৫ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রথম অপারেশন এবং জুন ২০১৬ সালে রাজধানীর ধানমন্ডির গ্রীণল্যাব মেডিক্যাল কলেজ হাসপাতালে দ্বিতীয় অপারেশন হয়। ২ টা অপারেশনের পরও তার কোন শারিরিক উন্নতি হয়নি। চলতি বছরের গত ৩১ মে ভারতের চেন্নাই ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন চিকিৎসাধীন থাকারপর অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়। মহিউদ্দিন সুস্থ্য জীবন ফিরে পেতে ১২ লাখ টাকা চিকিৎসা ব্যায় হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।