শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে যুগান্তর-দুর্বার সাহিত্য আসর অনুষ্ঠিত

Jugantor-Durbar Pic-02সাহিত্য প্রতিবেদক :: গান আর আবৃত্তির মধ্য দিয়ে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ ও মাসিক দুর্বার এর আয়োজনে মার্সেলের সহযোগীতায় সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ৮অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শতবর্ষী জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্বার সম্পাদক রাজিব মজুমদারের সঞ্চালনায় ও প্রধান শিক মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে শিার্থীদের অংশগ্রহণে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। কবি নির্মলেন্দু গুণের ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতার আবৃত্তি দিয়ে শুরু হয় আবৃত্তির প্রতিযোগিতা। এরপর গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাইরে অঝোরে বৃষ্টি ঝরছে তখন কে চলছে “ভাঙা তরী ছেঁড়া পাল” গানটি। ৭ম শ্রেণির ছাত্র মাধব বণিকের কণ্ঠে এই দেহত্বত্তের গানটি শুনে উপস্থিত সকলে মোহিত হন। এরপর রবীন্দ্র ও নজরুলের জনপ্রিয় গান পরিবেশন করেন শিার্থীরা। পাশাপাশি স্বরচিত কবিতা আবৃত্তি করেন শিার্থীরা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আখতারুজ্জামান, কবি মাহমুদ নজরুল, জে.বি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক সুভাষ সরকার, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক তারেক নিজামী, সিনিয়র শিকিা নিলুফা ইয়াসমিন, সিনিয়র শিক নিতাই চন্দ্র দাশ, সিনিয়র শিকিা তপতী ভৌমিক, কবি শাহনেওয়াজ লিংকন, সাংবাদিক ওমর ফারুক ইমন, যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই কলেজ শাখার আহ্বায়ক রিপন গোপ পিন্টু, দুর্বার পাঠক ফোরামের সভাপতি ইমাম হোসেন, দুর্বার সদস্য মিলন নাথ প্রমুখ। অনুষ্ঠানে তরুণ কবি শাহনেওয়াজ লিংকনের ‘অনাগত প্রণয়িকে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।Jugantor-Durbar Pic-01
সাহিত্য আসরে গান, স্বরচিতা কবিতা, কবিতা আবৃত্তি এই তিনটি ইভেন্টে শিার্থীরা প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করে ৯ম শ্রেণির ছাত্রী দিবাশ্রী দত্ত, দ্বিতীয় ৯ম শ্রেণির মাফিয়া সুলতানা নেহা, তৃতীয় স্থান অধিকার করেন ৭ম শ্রেণির ছাত্রী মাসুমা আক্তার। গানে প্রথম স্থান ৭ম শ্রেণির ছাত্র মাধব বণিক, দ্বিতীয় ৭ম শ্রেণির ছাত্রী আরজু মনি, ফাহমিদা আক্তার, তৃতীয় স্থান অধিকার করেছে ৯ম শ্রেণির শিার্থী লিপি দাশ, স্বরচিত কবিতা প্রথম স্থান ৯ম শ্রেণির ছাত্র অনিক রায়, দ্বিতীয় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নাহিদা আক্তার, তৃতীয় স্থান অর্জন করেছে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বিবি আয়েশা।