শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা ॥ মীরসরাইয়ের জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ অনুষ্ঠান বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সম্পন্ন হয়। বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ২৪জন মুক্তিযোদ্ধা। এসময় মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, গণি আহম্মদ, মোঃ ইউছুপ, মোঃ শফি উল্ল্যাহ, অরুণ চন্দ্র বড়–য়া, এস,এম কামাল উদ্দিন, অহিদুর রহমান, মজিবুল হক, মোঃ ইলিয়াছ, মোঃ আবুল বশর, নুরুল আলম, হাজী শামছুল হক, নূরের জামান, নূরউদ্দিন চৌধুরী, মোঃ জহিরুল ইসলাম চৌধুরী, বাবুল চন্দ্র বড়–য়া, ছালেহ আহম্মদ, তিমির চন্দ্র দত্ত, মোঃ এছাক, আবুল কাশেম, মনছুর আহমদ, রফিক আহম্মদ, মোস্তফা মাহমুদী, রবিউল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ভূঁইয়া, বিদ্যাৎসাহী সদস্য নাজিম উদ্দিন ভূঁইয়া, পরিচালনা কমিটির সদস্য বংশী চন্দ্র নাথ, মেজবা উল আলম বাবুল, দিদারুল আলম, জিয়াউল কবির টিপু প্রমুখ। এসময় শতাধিক মুক্তিযোদ্ধা শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেন।