শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জেবি স্কুলের ৩০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রী পুণর্মিলনী অনুষ্ঠিত

 

J.B School pic-01

নিজস্ব প্রতিনিধি ॥

উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। বিশ্বের সাথে এগিয়ে যেতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষিত করতে হবে। শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রামের স্বনামধন্য বিদ্যাপীঠ মীরসরাইয়ে জোরারগঞ্জের জে.বি. শিশু কানন ও উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রী পুণর্মিলনী উপলক্ষে দুই দিন ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন। তিনি আরো বলেন, মীরসরাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্য জেবি উচ্চ বিদ্যালয় রোল মডেল। এই বিদ্যালয়ের মতো অন্যান্য বিদ্যালয়গুলো যদি ভালো ফলাফল করে তাহলে শিক্ষার দিক থেকে মীরসরাই আরো এগিয়ে যাবে। জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক তুষার কান্তি বড়–য়া। এসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইরুল ইসলাম, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়–য়া প্রমুখ। মন্ত্রী স্মারকগ্রন্থ ‘কুঁড়ি’র মোড়ক উন্মোচন করেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত পরিবেশিত হয়।