মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জাবি শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

ju

নিজস্ব প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকরা রাষ্ট্রপতির নির্দেশনায় আন্দোলন প্রত্যাহার করেছে।
শুক্রবার বিকেল সাড়ে চারটায় সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহারের কথা জানান আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান। সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষকরা বলেন, রাষ্ট্রপতির নির্দেশনা মেনে আমরা আন্দোলন প্রত্যাহার করছি। কিন্তু ভিসি যদি রাষ্ট্রপতির নির্দেশনা বাস্তবায়ন করতে উদ্যোগ না নেন তাহলে আগামী রোববার থেকে রাষ্ট্রপতির নির্দেশনা বাস্তবায়ন করতে আমরা আবারো  আন্দোলনে নামবো।বুধবার রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ৫৬ ধারা অনুযায়ী  ভিসি ও আন্দোলনকারী শিক্ষকদের নির্দেশনা দেন।নির্দেশনাগুলো হল ভিসি কর্তৃক অবিলম্বে সিনেট নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন এবং সিনেটের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১১(১) ধারা অনুযায়ী ভিসি নিয়োগের প্যানেল তৈরির ব্যবস্থা গ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরাম ও আন্দোলনরত শিক্ষকরা বিনাশর্তে আন্দোলন প্রত্যাহার করবেন। শিক্ষকদের বিরুদ্ধে করা রিট মামলা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে ভিসি ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখার লক্ষ্যে সিন্ডিকেট ও অন্য সব কমিটির কার্যক্রম, একাডেমিক কাউন্সিল সচল রাখা এবং ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রমসহ শিক্ষা সংক্রান্ত সব কার্যক্রম অবিলম্বে শুরু করতে হবে। নির্দেশনা হাতে পাওয়ার পর আন্দোলনকারী শিক্ষকরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।উল্লেখ্য, ভিসি পদত্যাগ দাবিতে গত ২৭ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে জাবি শিক্ষকরা।

Leave a Reply