শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জাতীয় পরিচয়পত্র না থাকলেও সিম নিবন্ধন করা যাবে

Sim-Registration.png

জাতীয় পরিচয়পত্র না থাকলেও নিবন্ধণ করা যাবে সিম কার্ড। সম্প্রতি তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এ কথ। ফলে যাদের জাতীয় পরিচয়পত্র নেই, এখন তারাও নিজের সিম কার্ড নিবন্ধন করে নিতে পারবেন।

যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে প্রাথমিকভাবে নিবন্ধন করতে পারবেন। সঙ্গে দিতে হবে আঙুলের ছাপ। এ ছাড়াও যারা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন তারাও সেই আবেদন নম্বরটি দিয়েই সাময়িক সময়ের জন্য সিম কার্ডের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তবে যখন জাতীয় পরিচয়পত্র হাতে আসবে তখনই স্থায়ীভাবে নিবন্ধন প্রক্রিয়া সেরে নিতে হবে।

সম্প্রতি মোবাইল অপারেটরদের গ্রাহসেবা কেন্দ্র ঘুরে ঘুরে নিবন্ধনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তারানা হালিম। এ পর্যায়ে গ্রাহকদের প্রশ্নের ভিত্তিতেই তিনি জানিয়ে দেন, যে গ্রাহকদের পরিচয়পত্র নেই তারা কিভাবে সিম কার্ড নিবন্ধন করবেন।