মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন

mirsarai picরসরাই প্রতিনিধি : “বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর”এই চেতনাকে ধারণ করে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সচেতন নাগরিক সমাজ-মীরসরাই’র উদ্যোগে মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সচেতন নাগরিক সমাজ মীরসরাই উপজেলা শাখার সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজ মীরসরাই উপজেলার আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (প্যানেল-২) ইয়াসমিন আক্তার কাকলী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের উপদেষ্টা প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলম। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন, মীরসরাই দূর্নীতি প্রতিরোধ কমিটি সিনিয়র আহ্বায়ক মোঃ শাহ আলম, মীরসরাই কলেজের প্রভাষক নাসির উদ্দিন, মীরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, ওয়ান ব্যাংক মিঠাছরা শাখার ব্যবস্থাপক খোরশেদ কাদের চৌধুরী, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আজিম উদ্দিন ভূইঁয়া, সচেতন নাগরিক সমাজ মীরসরাই শাখার যুগ্ন-আহ্বায়ক প্রদীপ কুমার দাশ, কবি ও শিক্ষক সাইফুদ্দিন মীর শাহীন প্রমুখ।