বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ছায়ায় জীবন : হামিদুল ইসলাম সেখ

শেষ ছায়াটুকু মিশে যায় বিকেলের ফুরিয়ে যাওয়া রোদে,
একটা একটা করে শুকিয়ে যাওয়া গান নিস্তব্ধতার গলিতে চিহ্ন এঁকে দেয়।
যত আঁকা ছবি ক্যানভাস জুড়ে ছিল সারাটা দিন ,
এখন হাতের স্পর্শে অনুভূতিহীন বেদনা ভেসে যাওয়া ।

শূন্যে অবাক দৃষ্টিতে…

সন্ধ্যায় হাজারও ভিড়ে ভেসে আসে গোঙানির শব্দ
অসহায় হাত দুটো এখন আর নিষেধ করেনা
যত আঘাতেও মাটির গন্ধ চুষে খায়।
কতটা পাষাণ হতে পারে নবযুগের আলো !

এক বুক মরীচিকা নিয়ে শান্ত হলে আলো নিভে যায় ।

আবারও ছায়া ভেসে আসে সমুদ্রের ফেনায় মাথা রেখে।
শহরের গলিতে ,গ্রামের ঘাম ঝরা দুপুরের পথে।