বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চলচ্চিত্র ছাড়লেন মিশা সওদাগর !

বিনোদন ডেস্ক-

চলচ্চিত্র থেকে সরে দাঁড়াচ্ছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। আর অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে হঠাৎ করেই কেন তার এমন সিদ্ধান্ত?

এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘আমি অনেক ভেবেচিন্তে কথাগুলো বলছি, অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। চলচ্চিত্রে অনেক দিন তো হলো, এবার নিজের জন্য একটু সময় দিতে চাই। সিনেমার পেছনেই তো সময় শেষ করলাম।’

তিনি আরো বলেন, ‘আমি টাকার জন্য বাঁচতে চাই না, নিজের জন্য বাঁচতে চাই। একই ধরনের চরিত্র, প্রায় একই ধরনের সংলাপ। যদি আমার বয়স আর সময় বুঝে কেউ তেমন কোনো চরিত্র নিয়ে আসে, আর তা যদি খুব গুরুত্বপূর্ণ হয়, তাহলে তেমন কাজ হয়তো মাঝে মাঝে করব। কিন্তু পেশা হিসেবে আর নয়। হাতে থাকা ছবিগুলোর কাজ এই বছরই শেষ করবো।

কারো সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। আমি চলচ্চিত্র ছাড়ার যে সিদ্ধান্ত নিয়েছি সেটি একেবারেই চূড়ান্ত।’

অভিনয় ছাড়লেও চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে থাকছেন মিশা সওদাগর। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। সংগঠনে পর্যাপ্ত সময় দেব। চলচ্চিত্রের গুণগত পরিবর্তনের জন্য কাজ করব।’

উল্লেখ্য, ১৯৮৬ সালে এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন মিশা সওদাগর। সেখান থেকেই তার অভিনয় জীবন শুরু। নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সফলতা আসেনি। খল চরিত্রে অভিনয়ের সুবাদেই সকলের পরিচিত হয়ে উঠেন তিনি। এ পর্যন্ত প্রায় ৯০০ ছবিতে অভিনয় করেছেন তিনি।