শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চট্টগ্রামে একুশে পদক পেলেন মহাকবি কাইয়ুম নিজামী

16864287_1863296243908960_3274065530647685130_nনিজস্ব প্রতিবেদক :: বিশিষ্ট মহাকবি ও কথা সাহিত্যিক মীরসরাইয়ের কৃতি সন্তান কাইয়ুম নিজামী চট্টগ্রামের একুশ উদযাপন পরিষদের পক্ষ থেকে একুশে পদকে ভূষিত হয়েছেন। চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গনে একুশ মেলার রজত জয়ন্তি উপলক্ষে আয়োজিত ১০ দিন ব্যাপী একুশের বই মেলায় ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় এক জনাকীর্ন অনুষ্ঠানে তাঁকে এ পদক তুলে দেন চট্টগ্রামের সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন। বিভিন্ন ক্ষেত্রে আবদানের জন্য অনুষ্ঠানে মোট ৪ জনকে একুশে পদকে ভূষিত করা হয়।
প্রসঙ্গত মহাকবি ও কথাসাহিত্যিক কাইয়ুম নিজামী দীর্ঘদিন ধরে উপন্যাস, কবিতা সহ বিভিন্ন গ্রস্থ প্রকাশ করে আসছেন। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘ টুঙ্গি পাড়ায় জন্ম তোমার’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘ কন্যার নাম শেখ হাসিনা’ দুটি মহাকাব্যের জন্য প্রধানমন্ত্রী সহ বেশ প্রসংসিত হয়েছে।