বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চঞ্চল-মৌসুমি নতুন জুটি

da_26386

 

সঞ্জিত সরকারের পরিচালনায় সম্প্রতি একটি ধারাবাহিক নাটকে জুটি বেধে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী মৌসুমি হামিদ। ধারাবাহিকটির নাম ‘পলাশ ফুলের নোলক’। নাটকটি রচনা করেছেন ইমদাদুল হক মিলন।
নাটকের গল্পে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে গরীব পরিবারের সন্তান হিসাবে। কপালের ফেরে তিনি হয়ে যান গৃহশিক্ষক। কিন্তু শুধু পড়াশুনার কাজ না, পাগলের চিকিৎসাও করতে হবে তাকে। কারণ মানসিক ভাবে ভারসাম্য হারিয়েছেন মৌসুমি হামিদ।
এ নাটকে গুরুত্বপূর্ন একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আবুল হায়াত। আর তারই মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমি হামিদ।
এ নাটক প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমরা বুঝে না বুঝে অনেক ভুল করি। সেই ভুল কখনো কখনো কারো জীবনে ভালোও ডেকে আনতে পারে। আশাকরি, দর্শকরা নাটকটি উপভোগ করবেন।’
অভিনেত্রী মৌসুমি হামিদ বলেছেন, ‘অন্যায়ের প্রতিবাদ করতেই হবে, তা অন্যায়কারি যত আপনজন হোক না কেন। ভালো মানুষের মুখস পরে অনেক মানুষ এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। এই নাটকে এমনই কিছু চরিত্র দর্শকরা খুঁজে পাবে।’
নাটকটিতে আরো অভিনয় করছেন-  ডলি জহুর, সাব্বির আহমেদ, আবজাল শরীফ, রহমত আলী, তারিক স্বপন, ডাঃ এজাজুল ইসলাম। প্রতি রবিবার আরটিভির পর্দায় নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।