শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চক্রবাক : সিত্তুল মুনা সিদ্দিকা

বর্ণীল দিনগুলোতে প্রাণবন্ত মানুষ,
আমরন চলে ছুটে, বিন্দুতে নেই স্থির।
অক্লান্ত পরিশ্রম আর মননের
স্বাক্ষর হিসেবে একে একে পাওয়া
ছোট বড় মেডেল, দামী ক্রেষ্টের
চকচকে আভায় বিমুগ্ধ প্রাণ।
সযত্নে দেয়াল শোকেসের প্রতিটি তাকে
থরে থরে সাজানো সোনালী, রূপোলী
ক্রেষ্টের ফাঁকে এখন জমেছে ধুলো।
আর চেয়ে দেখেনা কেউ ।
এতো দামী সম্মাননার চিহ্নগুলো
বিলীন হচ্ছে কালের গর্ভে।
এমনি করে একদিন সে স্থান দখলে
হয়তো আসবে নতুন কিছু
ক্রিষ্টালের চকচকে শো-পিস।
নেই আজ শুধু সে মানুষটা !
জানালায় হেলান দিয়ে দাঁড়াতেই হঠাৎ
চোখ পড়লো সাজানো ক্রেষ্টগুলোতে,
সময়ের হাত ধরে আমরা সবাই
এ কোন বৃত্তের চক্রবাকে ঘুরছি !
আশেপাশে মৃত্যুর কঠিন ছোবলে
চেনা মুখগুলো দ্রুত হারিয়ে যাচ্ছে,
দিনান্তে অনেকটাই হতাশ, বিষন্ন মন,
কি এক অচেনা ভয়ে উদ্বিগ্ন জীবাত্মা !