বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

গার্মেন্টস শিল্প ধ্বংসকারীদের ছাড় নয়: প্রধানমন্ত্রী

pm1

গার্মেন্টস শিল্পের ওপর আঘাতকারীদের কোনো ভাবেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে গাজীপুরের কোনাবাড়িতে বৃহস্পতিবার আগুনে ভস্মিভূত স্ট্যন্ডার্ড গার্মেন্টস পরিদর্শন শেষে তিনি বলেন, আন্দোলন কর্মসূচির নামে বিভিন্ন সময়ে যারা এই শিল্পের ওপর আঘাত হানছে তারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু। তারা গার্মেন্টস’র ওপর আঘাত হানছে না, দেশের স্বাধীণতা ও সার্বর্ভোমত্বের ওপর আঘাত হানছে। এসব ঘটনার সাথে যারা জড়িত তাদের কোনো ভাবেই ছাড় দেয়া হবে না।গত বৃহষ্পতিবার কোনাবাড়িতে স্ট্যান্ডার্ড গ্রুপের এ কারখানাটিতে অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়। এতে পুরো কারখানা ভস্মিভূত হয়। এ ঘটনায় অন্তত ১২’শ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে মালিকপক্ষ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এর আগে মঙ্গলবার দুপুর ২ টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী গাজীপুরের কোনাবাড়িতে ভস্মিভূত গার্মেন্টসের সামনে পৌঁছান। পরে তিনি ভস্মিভুত গার্মেন্টসটি পরিদর্শন করেন। এ সময় স্থানসীয় সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল, স্ট্যন্ডার্ড গার্মেন্টসের মালিক ইঞ্জনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।এর আগে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে সরকার প্রতিবন্ধীদের আজীবন ভরণপোষণের ব্যবস্থা করবে। আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের প্রতিবন্ধীদের আধুনিক চিকিৎসা নিশ্চিতসহ কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে।আলোচনা সভায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতিসহ প্রমুখ।যে সব প্রতিবন্ধীর অভিভাবক নেই ভবিষ্যতে সরকারে এলে তাদেরও দায়দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত অর্থ বছর থেকে আমরা প্রতিবন্ধীদের শনাক্তকরণ জরিপ শুরু করেছি। এটি সম্পন্ন হলে তাদের পরিচয়পত্র দেয়া হবে। এই পরিচয়পত্র ব্যবহার করে যাতায়াত-শিক্ষা-চিকিৎসাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে তারা।শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদেরও কোনো না কোনো মেধা থাকে সেটিকে কাজে লাগানোর সুযোগ দিলে তারা নিজের এবং দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। তিনি বলেন, তাদের পাশে আমাদের সাবাইকে দাঁড়াতে হবে। যারা সুস্থ সন্তানের অভিভাবক তারা তাদের সন্তানদের এই শিক্ষা দেবেন যাতে তারা প্রতিবন্ধীদের প্রতি আরো সহানুভূতিশীল হয়।

Leave a Reply