মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

গঞ্জালু আটলান্টিকে হারিকেনে রূপ নিচ্ছে

image_139315.noaa caribbean_cham640360

 

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় গঞ্জালু সোমবার ক্যারিবীয় অববাহিকার পূর্বে হারিকেনের শক্তি সঞ্চয় করেছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁরা সেন্ট মার্টিন ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের জন্য সতর্কতা জারি করেছেন।মায়ামি ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, গ্রিনিচ মান সময় ২১০০টায় সেন্ট টমাসের ১৪০ মাইল (২৩০ কিলোমিটার) পূর্ব ও দক্ষিণ-পূর্বে ঝড়টি কেন্দ্রীভূত ছিল। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৫ মাইল (১২০ কিলোমিটার)।