শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খৈয়াছরা লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির, ব্লাডগ্রুপিং ও বৃক্ষরোপন

নিজস্ব প্রতিনিধি ঃ
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মীরসরাই এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশেনাল খুলশি এর উদ্যোগে মীরসরাই উপজেলার খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ে চক্ষু পরীক্ষা, ফ্রি ব্লাড গ্রুপিং ও বৃক্ষরোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রায় সহ¯্রাধীক শিক্ষার্থীকে ফ্রি ব্লাড গ্রুপিং ও চক্ষু পরীক্ষা সহ বিদ্যালয়ের প্রাঙ্গনে বৃক্ষরোপণ এর মাধ্যমে উক্ত কর্মসূচি সম্পন্ন হয়। এসময় এক আলোচনা সভা খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে লায়ন ক্লাব মীরসরাইয়ের সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামস্থ মীরসরাই এসোসিয়েশান এর সভাপতি ও লায়ন ক্লাব মীরসরাইয়ের পরিচালক লায়ন তাহের আহমেদ, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ লায়ন ড. কামাল উদ্দিন ও লায়ন্স ক্লাব মীরসরাইয়ের সাবেক সভাপতি লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ। আরো বক্তব্য রাখেন লায়ন্স মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আজাদী প্রতিনিধি লায়ন মাহবুবুর রহমান পলাশ, লায়ন্স ক্লাব অব মীরসরাই এর সভাপতি ইলিয়াস সিরাজী, সাধারন সম্পাদক রাখাল চন্দ্র নাথ, লায়ন ফেসদৌস কবির মিশু প্রমুখ।