বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খুব বেশি কিছু চাইনি : সোমা মুৎসুদ্দী

 

তোমার কাছে খুব বেশি কিছু চাইনিতো
পুকুর পাড়ে খুনসুটি ময় একটি পূর্ণিমা রাতই তো
তুমি এনে দিলে প্রাচীণ ভারতের শিল্পকলার
কারুকাজ ময় একজোড়া রূপোর বালা
এরপর চলে গেলে দিল্লি
আমি কি তবে রুপোর মাঝখানে ফাঁকা
গোল বৃত্তটাকে পূর্ণিমার চাঁদ ভেবে নেবো
তোমার আসার সে আর কতো বাকি
মাঝখানে কিছু সময় হারিয়ে যায়
মূল্যবান সোনার আংটির মতো
তুমি ছাড়া খোঁপায় গোঁজা হয়না রুপোর কাঁটা
অনেকদিন ছাদেও উঠিনা কাপড় মেলে দিতে
নির্মলাই সব সেরে নেয়, আর বলে আমি দিয়ে আসি
বৌ দিদি
তুমি তো জানো, তুমি আসলে সব হবে
সন্দেশ বানানো, খোঁপায় কাঁটা গোজা
ছাদে বসে বা পুকুর পাড়ে বসে
পূর্ণিমার চাঁদ দেখা
লাল, সাদা শাড়িতে নিজেকে মোড়ানো
কানে রুপোর ঝুমকা, হাতে বালা
পায়ে, রুপোর নূপুরের ছন্দে রিনিক ঝিনিক শব্দ
সব হবে সব ।