শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খালেদার রাজনৈতিক কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

bnpk

নিজস্ব প্রতিনিধি

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তৃতীয় দফায় ৭২ ঘণ্টা হরতাল ঘোষণার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘিরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির অভিযোগ, শুক্রবার বিকেল পাঁচটার পর চেয়ারপারসনের কার্যালয় ঘিরে অবস্থান নেয় পুলিশ। আশপাশের এলাকায়ও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করছে। কাউকে কার্যালয় থেকে বের হতে দেয়া হচ্ছে না।বিকেল চারটার দিকে ওই কার্যালয় থেকে হরতাল কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ সদস্যরা সেখানে অবস্থান নেন। কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ও প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খানসহ কার্যালয়ের কর্মকর্তারা। তবে বিএনপির চেয়ারপারসন শুক্রবার ওই কার্যালয়ে যাননি।  গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম  জানান, নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে কী কারণে হঠাৎ এই এ ব্যবস্থা নেয়া হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানাননি। কাউকে গ্রেফতার করা হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি  কিছু বলেনি।

Leave a Reply