শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খবরিকায় ‘বসন্ত সাহিত্য আসর’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে বসন্ত সাহিত্য আসর বুধবার ( ৩০ মার্চ) বিকাল ৩টায় স্থানীয় পাক্ষিক খবরিকা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কবি ও লেখক শাহাদাত হোসেন লিটন এর সভাপতিত্বে নাজমুন ফারহার সঞ্চালনায় উক্ত সাহিত্য আসরে প্রধান অতিথীর বক্তব্য রাখেন স্থানীয় সাহিত্য সংস্কৃতি ও শিক্ষানুরাগী সৈয়দ আব্দুল আলিম তুহিন। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন নজরুল গবেষক ও কথা সাহিত্যিক নুর আল আলম, বিশেষ অতিথী কবি ও আবৃত্তিকার বিভা ইন্দু আবৃত্তি করেন রাখালী যুবক, গেয়ে শোনান ‘ও আমার দেশের মাটি’। কবি ও লেখক সেলিম ইসলাম খান আবৃত্তি করেন স্বরচিত কবিতা ‘ দোষ কার’ । কবি পুশকিন চৌধুরী আবৃত্তি করেন ‘ শীতের চিঠি’, কবি হোছাইন সবুজ আবৃত্তি করেন স্বরচিত ‘ বসন্ত তুমি’। কবি ও আবৃত্তিকার এরিকা চৌধুরী আবৃত্তি করেন ‘ চির বসন্ত’ ।

গেয়ে শোনান রবীন্দ্রনাথ এর ‘ আমার পরান যাহা চায়’। কবি ও সাংবাদিক মাহবুব পলাশ আবৃত্তি করেন স্বরচিত ‘ গোধুলি বেলায়’। আরো কবিতা আবৃত্তি করেন কবি ও বিজ্ঞানী কামাল পাশা বাবুল, কবি তাছলিমা চৌধুরী সুরভী, সানোয়ার ইসলাম রনি, ইব্রাহিম মাহমুদ, তানজিল আরা তানজু ও তাকিবুর রহমান। গান গেয়ে শোনান রিপন গোপ পিন্টু ও নীপা মজুমদার। অনুষ্ঠানে বক্তাগন শত প্রতিকূলতায় ও শিল্প সাহিত্য চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সেরা কবি হিসেবে সংবর্ধিত হন কবি বিভা ইন্দু, সেলিম ইসলাম খান ও পুশকিন চৌধুরী। সাহিত্য সংস্কৃতি অনুরাগি হিসেবে সংবর্ধিত হন সদ্য যোগদান করা খবরিকার প্রধান সম্পাদক শিক্ষানুরাগী ও সমাজসেবক সৈয়দ আব্দুল আলিম তুহিন।