শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ক্ষমিও খোদা : জেসমিন সুলতানা চৌধুরী

সৃষ্টির সেরা মানব জাতি
সেরার সেরা কিছু বাতি
ধ্বংস যজ্ঞে ব‍্যস্ত,
মানব ধ্বংস তাদের নেশা
অস্ত্র নির্মাণ বিশাল পেশা
যুদ্ধ বাঁধায় ন‍্যস্ত।

ক্ষুদ্র কণায় হেরেছে আজ
পতিত ওই মাথারই তাজ
অসহায় যে বিশ্ব,
আতঙ্ক আজ বিশ্বজনে
রক্ষা নেই তো অসীম ধনে
হয়তো হবে নিঃস্ব।

হে দয়াময়! ক্ষমা করো
করোনা কে আটকে ধরো
সবই জানো তুমি,
তুমি রহিম তুমি মহান
মালিক তুমি সারা জাহান
বাঁচাও বিশ্ব ভূমি।

আমরা সবাই মহাপাপী
কঠিন গজব তাইতো তাপি
দয়ার সাগর তুমি,
কৃপার আশায় চেয়ে থাকি
আকুল হয়ে তোমায় ডাকি
তোমার চরণ চুমি।