শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ক্রান্তিকাল : সিত্তুলা মুনা সিদ্দিকা

কি বিষন্ন বিপন্ন জগত !
দৃষ্টিভঙ্গির হেলায়,
ক্রান্তিকাল এ অবেলায়
ব্যাথার ভারে ক্রন্দসী অবনী।
উজাড় করেছে বনের বিপন্ন প্রাণী,
সবুজের এ জগতের ক্ষতটা সারবে যবে,
একদিন ফুলেল ভোরে
বসবাসের অনুকুল হবে।
মাটির মানুষ বিত্তের তাড়নায়
হয়েছে রাক্ষুসে স্বভাব।
দম্বের অলিখিত তৃপ্তিতে চেহারায়
ভাবের ঘোরে অসীম অভাব।
ধরায় ঘুনে ধরা সমাজের কষ্ট
আর বহুবছরের অবিশ্বাস,
চুপিসারে উপলক্ষ খুঁজে রুষ্ট
প্রকৃতির যতো দীর্ঘশ্বাস।


¯্রষ্ঠার ইশারায় একান্ত গোপনে কাজ ধরে,
শতেক অনিয়মকে তিরোহিত করে !
সীমানা সব বিলীন একাধারে।
এক মহামারির পদভারে,
অজানায় হারিয়ে রাত পেরিয়ে
অবশ্যই অমানিশা কাটিয়ে ভোর হবেই।