বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ক্যাসেল ইউনাইটেডের দুর্বার ডিপিএল জুনিয়র শিরোফা জয়

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ের বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে মাসব্যাপী আয়োজিত দুর্বার ফুটবল উৎসব গত ২৬ নভেম্বর বর্ণিল আয়োজনে শুরু হয়। সে উৎসবে ১ম বারের মত যুক্ত হয় দুর্বার প্রিমিয়ার লীগ (ডিপিএল) জুনিয়র গ্রুপ। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার মলিয়াইশ স্কুল মাঠে জমকালো আয়োজনে এ গ্রুপের শিরোফা নির্ধারণী ম্যাচ সম্পন্ন হয়। সে ম্যাচে হাড্ডহাড্ডি লড়াইয়ে সৈকত চৌধুরীর মালিকানাধীন ব্রাইটেন সোলজার্স দলকে দুই-শূন্য গোলে পরাজিত করে ডিপিএল জুনিয়র শিরোফা জয় করে আলী হায়দার চৌধুরীর মালিকানাধীন ক্যাসেল ইউনাইটেড। শিরোফা নির্ধারণী ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা মেয়র মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা। এসময় আরো উপস্থিত ছিলেন কোমফোর্ট হাসপাতাল লি. এর চেয়ারম্যান মো. নিজাম উদ্দীন, সংগঠনের দাতা সদস্য পরিমল কান্তি ভৌমিক, উদ্যোক্তা সৈয়দ আহমদ, পৃষ্ঠপোষক তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, রাজনীতিবিদ নিজাম উদ্দীন, আজীবন সদস্য সমির পাল, সাংবাদিক এম মাঈনুদ্দীন, রাজনীতিবিদ সাইফুল কবির তানশেন, দাতা সদস্য ছানাউল্লাহ নিজামী, রাজনীতিবিদ রিয়াজ উদ্দীন, ব্যবসায়ী রফিকুল ইসলাম,আজীবন সদস্য নুরেন্নবী চৌধুরী নওশাদ, ইউপি সদস্য হারেছ আহমদ নাজিম, শিক্ষক এম দস্তগীর, শিক্ষক তুষার কান্তি দাশ, আজীবন সদস্য ডা. পূজন বড়ুয়া, আজীবন সদস্য ও নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ফরহাদ উদ্দীন, সাংবাদিক আখতার হোসেন, ডিপিএল আয়োজক পরিষদের আহবায়ক মহিবুল হাসান সজীব ও সদস্য সচিব জিয়া উদ্দী বাবলু, ছাত্রনেতা চৌধুরী জিল্লুর রহমান প্রমুখ।সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা মিশকাতের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি হাসান মো. সাইফ উদ্দীন। খেলা পরিচালনা করেন সংগঠনের ক্রীডা সম্পাদক আহাদ উদ্দীন, শহীদুল ইসলাম রবিন ও সৃজন পাল। ধারাভাষ্যে ছিলেন নাহিদুল আনসার ও শাখাোয়াত হোসেন রনি।

উল্লেখ্য যে, লীগ পর্যায়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ৪টি দলে উপজেলার ৮০ জন ফুটবলার অংশ নেয়। বাকি অন্য দুই দল নাহিদুল আনসার(ডিসেন্ট ফাইটার্স) ও তরিকুর রহমান(আর্টিসান ফাইটার্স)।